ক্যাটলিন ৩২.৫ এসসি
(এজোক্সিস্টোবিন ২০% + ডাইফেনোকোনাজল ১২.৫%)
প্রতি লিটার ক্যাটলিন ৩২.৫ এসসিতে ২০০ গ্রাম এজোক্সিস্টোবিন এবং ১২৫ গ্রাম ডাইফেনোকোনাজল বিদ্যমান আছে। ক্যাটলিন ৩২.৫ এসসি স্পর্শক, প্রবাহমান, ট্রান্সলেমিনার গুণসম্পন্ন ছত্রাকনাশক। এটি ধানের সীথব্লাইট ও ব্লাস্ট এবং আলুর স্টেম ক্যাংকার রোগ দমনে কার্যকরী ও অনুমোদিত।  
প্রয়োগ ক্ষেত্র ও মাত্রাঃ

ফসল রোগ মাত্রা প্রয়োগ
একরে প্রতি লিঃ পানিতে
ধান সীথব্লাইট ও ব্লাস্ট ২০০ মিলি ১ মিলি ১০ লি. পানিতে ১০ মিলি ক্যাটলিন মিশিয়ে ৫ শতাংশ জমিতে ভালোভাবে গাছ ভিজিয়ে স্প্রে করুন।
আলু স্টেম ক্যাংকার ২০০ মিলি ১ মিলি নালাতে আলুর বীজ বসানোর আগে ১ বার এবং পরে আরেকবার ১০ লি. পানিতে ১০ মিলি ক্যাটলিন মিশিয়ে ৫ শতাংশ জমির নালা ও আলুর বীজ ভালোভাবে ভিজিয়ে স্প্রে করুন।
পেঁয়াজ  পাতা পঁচা
১০০ মিলিl ০.৫ মিলি
মিষ্টি কুমড়া পাউডারি মিলকিভিউ