জিমডা ৫০ ডিএফ

(কার্বেন্ডাজিম ৫০ ডিএফ) ইহা প্রতিরোধক ও প্রতিষেধক গুণসম্পন্ন ছত্রাকনাশক। তাই গাছের যে কোনো স্থানে পড়লেই ইহা শোষিত হয়ে রসের মাধ্যমে সমস্ত অংশে ছড়িয়ে পড়ে। ইহা ছত্রাকজনিত রোগ কার্যকরভাবে দমন করে এবং গাছে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। পানিতে দ্রুত মিশে সমসত্ত্ব দ্রবণ তৈরি করে বিধায় কোনো তলানি পড়ে না এবং স্প্রে নজল বন্ধ হয় না। ক্ষুদ্র দানাদার বলে আবহাওয়া দূষিত হয়না, পরিমাপ করা এবং স্প্রে মেশিনে ঢালা ও সহজ হয়।

জিমডা ৫০ ডিএপ একটি কার্যকরী অন্তর্বাহী ছত্রাকনাশক। ইহা ধানের সীথ ব্লাইট,  আখের বীজ শোধনের মাধ্যমে সীথ ব্লাইট, আখের বীজ শোধনের মাধ্যমে সেট রট(লাল পঁচা), পাইনআপেল ও উইন্ট, গমের লুজ স্মার্ট এবং বাঁধাকপি,  ফুলকপি, টমেটোর সীডলিং রড(চারার গোঁড়া পচা) রোগ দমনে কার্যকর।

প্রয়োগ ক্ষেত্র ও মাত্রাঃ
ফসল রোগবালাই  Permissible Dosage
প্রতি হেক্টর জমির জন্য  প্রতি একর জমির জন্য  ১০ লিঃ পানিতে ৫ শতাংশ জমির জন্য
ধান  সীথব্লাইট ৫০০ গ্রাম ২০০ গ্রাম ১০ গ্রাম
আখ সেট রট, রেড রট, পাইনআপেল ও উইন্ট ৫০০ গ্রাম ২০০ গ্রাম ১০ গ্রাম
গম লুজ স্মার্ট  ৫০০ গ্রাম ২০০ গ্রাম ১০ গ্রাম
বাঁধাকপি,  ফুলকপি, টমেটো সীডলিং রট t ৫০০ গ্রাম ২০০ গ্রাম ১০ গ্রাম